চুয়াডাঙ্গার মর্তুজাপুর দোকান ঘর থেকে কম্পিউটার চুরি : ৩ বন্ধুকে সন্দেহ করে কবিরাজের চাল পড়া খাওয়ানোয় বিরূপ সমালোচনার মুখে দোকানি

বদরগঞ্জ প্রতিনিধি: ব্যবসাটা আধুনিক হলেও ব্যবসায়ীর মানসিকতা পুরোন। কম্পিউটারের মাধ্যমে মোবাইলফোনে গান লোড করা দোকান থেকে একটি কম্পিউটার চুরির পর তা উদ্ধারের নামে যখনই ভণ্ড কবিরাজের দেয়া চলপড়া খাওয়ানোর জোগাড় চলে তখনই সচেতনদের মধ্যে এরকমই মন্তব্যের ঝড় ওঠে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের বদরগঞ্জ কুতুবপুর সড়কের মর্তুজাপুর চৌধুরী মার্কেটে রবিউল হকের রয়েছে কম্পিউটারের মাধ্যমে মোবাইলফোনে গান লোড করা দোকান। দোকানির অভিযোগ, তার দোকান থেকে একটি কম্পিউটার চুরি হয়েছে। তিনি তা উদ্ধার করার জন্য ৩ জন যুবককে সন্দেহের তালিকায় ফেলেন। অবাক হলেও সত্য যে, ওদের মধ্যে দোকানির সহপাঠীও রয়েছে। প্রতারক কবিরাজের নিকট থেকে চাল পড়া আনা হয়। সহপাঠীসহ ৩ বন্ধুকে চাল পড়া খাওয়ালে বিরূপ সমালোচনার ঝড় ওঠে। উদ্ধার হয়নি কম্পিউটার। যে কবিরাজের নিকট থেকে চাল পড়া নেয়া হয়েছে তাকেসহ চাল খাওয়ানো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি উঠেছে।