আলমডাঙ্গা ব্যুরো: নির্বাচনোত্তর সহিংস পরিস্থিতির মধ্যে সংবাদ সম্মেলন করেছেন আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এসএম গোলাম সরোয়ার শামীম। গতকাল দুপুরে তার নিজ গ্রাম ফরিদপুরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। বিজয়ী প্রার্থী কর্তৃক পরাজিত প্রার্থী শামীমের সমর্থকদের মারপিট, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরসহ নানা ধরনের হুমকি দেয়ার প্রেক্ষিতে তিনি এ সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে পঠিত লিখিত বক্তব্যে শামীম উল্লেখ করেছেন, গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থি হিসেবে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মাত্র ১৩৮ ভোটে তিনি নৌকা প্রতীকের প্রার্থী আমিরুল ইসলাম মন্টুর নিকট পরাজিত হয়েছেন। নির্বাচনের পর নৌকা প্রতীকের প্রার্থির সমর্থকরা শামীমের নিজ গ্রাম ফরিদপুরের সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে ও অনেককেই মারধর করেছে। তারা শামীমের সমর্থক দেলোয়ারের বরিং চুরি, আলিফ ফুডের মালিক লিটন মিয়ার বাড়ি ভাঙচুর, দরিদ্র ফরিদের চায়ের দোকান, দোয়ারপাড়ার আবুর চায়ের দোকান, নিত্য গোপালের বাইসাইকেলের দোকান, খাদেম আলীর হোটেল, আশার হোটেল, টগরের চায়ের দোকান, আবেদ আলীর চায়ের দোকান, স্কুলমোড়ের হারুনের দোকান, কাশিপুরের আব্দুলের চায়ের দোকান, হবির দোকান, দিনুর বাড়ি, ফরিদপুর বাগানপাড়ার রশিদুলের বাড়ি, মনার বাড়ি, আনোয়ারের বাড়ি, আবুর বাড়ি, জান্টুর বাড়ি, সন্টু ফকিরের বাড়ি, কেদারনগরের আলী হোসেনের বাড়িসহ আরও কয়েকটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে। এমনকি তারা শামীমের নির্বাচনী অফিসও ভেঙে দিয়েছে বলে দাবি করা হয়। এছাড়া শামীমের সমর্থক ও কর্মী দোয়ারপাড়ার মিনারুল, জিনারুল, শিপন, জাহাঙ্গীর, রবিউল, শরিফুল, প্রিন্স, সাগর, ভ্যানচালক জহুরুল, জাহাঙ্গীরকে মারধর করেছে।
নৌকা প্রতীকের সমর্থক ফরিদপুর গ্রামের সুজন, মিশর, নয়ন, শাহজাহান, মনির উদ্দীন, রবিউল, মিথুন, গাড্ডু, নজু, বাদল, টিপু, টুটুল, বকুল, আকুল, ভাদু, বাঁশী, মতিয়ার, মিলন ও ওল্টু বিশ্বাসের নেতৃত্বে এ হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের ভয়ে শামীমের সমর্থক ও কর্মীরা এখন পালিয়ে বেড়াচ্ছে উল্লেখ করে তিনি তার নিজের এবং সমর্থক-কর্মীদের জীবনের নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করতে এ সংবাদ সম্মেলনের মাধ্যে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।