খবর: (জীবননগরে ভুয়া কাজির ১৫ দিনের জেল)
রাজু হলেন নকল কাজি
খেয়ে বেড়ান মুরগি ভাজি
জানেন তিনি নতুন নতুন
আহা মজার কী কারসাজি!
করে বেড়ান হুক্কা হুয়া
লোকটা নাকি পুরোই ভুয়া
বিয়ে বাড়ি খেয়ে বেড়ান
মাংস পোলাও ঘি পান্তুয়া!
চেনেন তিনি শুধুই টাকা
লোকের পকেট করেন ফাঁকা
চলে বেড়ান হেসে হেসে
কোমর মাজা ঝাকানাকা!