কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় দু পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন- ওই গ্রামের জাহিদ হাসান (৩৭), সাগর হোসেন (২০), ইমদাদুল হক (২০), আকিদুল ইসলাম (২২), এনামুল ইসলাম (৩০), রায়হান হোসেনসহ (২৯) ১০ জন।
স্থানীয়রা জানায়, গত শনিবার কালীগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়। এতে নিয়ামতপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামেম ইউপি সদস্য পদে সহিদ হোসেন নির্বাচিত হয়। গতকাল সকালে ওই ওয়ার্ডের সদস্য পদে পরাজিত কামরুল ইসলামের সমর্থকরা সহিদ হোসেনের সমর্থদের ওপর হামলা করে। এতে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দু পক্ষের ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ৬ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. আশরাফুজ্জামান জানান, নির্বাচন পরবর্তী সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, পরাজিত ও বিজয়ী দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। তবে এ ব্যাপারে থানায় এখনো কোনও মামলা হয়নি।