স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার গাংনী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। গতরাত সাড়ে ১১টার দিকে মোচাইনগর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় চেয়ারম্যান প্রার্থী রকিবুল ইসলামসহ সাথে থাকা আরও কয়েকজন আহত হয়েছেন।
অভিযোগে জানা গেছে, চতুর্থ পর্যায়ের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিভিন্ন এলাকায় পথসভা করছিলেন রকিবুল ইসলাম। গতকাল রাত সাড়ে ১১টার দিকে দলীয় নেতাকর্মী নিয়ে মোচাইনগর গ্রামের লোকজনের সাথে কথা বলছিলেন তিনি। নির্বাচনী কাজ শেষে ফেরার সময় গ্রামের মধ্যেই হামলার শিকার হন তারা। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে প্রার্থী রকিবুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ভুলু বিশ্বাস, শালিকা গ্রামের আশাসহ আরও কয়েকজন আহত হন। তবে প্রার্থী রকিবুল ইসলাম বলেছেন, রেজু চেয়ারম্যানের লোকজন তাদের ওপর হামলা চালিয়েছে। এবিষয়ে আজ মামলা করা হবে বলেও জানান তিনি।