মুস্তাফিজকে খেলা অসম্ভব: ওয়ার্নার

মাথাভাঙ্গা মনিটর: ব্যাটসম্যানরা মুখোমুখি হওয়ার আগে জানেন কী আসছে, তবুও সামলানো যায় না মুস্তাফিজুর রহমানকে। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার মনে করছেন এর কারণ, বাংলাদেশের নতুন পেস বোলিং সেনসেশনের বৈচিত্র্য। গত শনিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে হায়দরাবাদের ৫ উইকেটের জয়ে জাদুকরী বোলিং করেন মুস্তাফিজ। তিন স্পেলে চার ওভার বল করে ৯ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। তার বলে কোনো চার-ছক্কা হাঁকাতে পারেননি পাঞ্জাবের ব্যাটসম্যানরা।

মুস্তাফিজকে সামলানো কেন এতো দুঃসাধ্য সেই কথাই আইপিএল টি-টোয়েন্টি ডটকমকে বলেছেন তার দুই সতীর্থ ওয়ার্নার ও মোইজেস হেনরিক্স। টি-টোয়েন্টি বিশ্বকাপে মুস্তাফিজের একটি বল খেলেছিলেন ওয়ার্নার। এবার নেটে মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন এ বিস্ফোরক উদ্বোধনী ব্যাটসম্যান।

নেটে আমি তার দুটি বল খেলেছিলাম। সে একটি বাউন্সার ও একটি স্লোয়ার বল করে। প্রথম বলটি প্রায় আমার মাথায় আঘাত করেছিলো আর দ্বিতীয় বলে ব্যাট ছোঁয়াতে পারিনি। ওয়ার্নার জানান, ব্যাটসম্যানকে সবসময় ভাবনার মধ্যে রাখেন মুস্তাফিজ। আমার মনে হয় ডেলিভারি পরিবর্তন করা তার বৈশিষ্ট্য, যা তাকে খেলা অসম্ভব করে তুলেছে। মুস্তাফিজের হায়দরাবাদ সতীর্থ অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মোইজেস হেনরিক্স মনে করেন, মুস্তাফিজকে সামলাতে হলে মনোযোগ আর একাগ্রতা খুব জরুরি। নেটে তাকে খেলে আপনি তার বৈচিত্র্যের সাথে কিছুটা অভ্যস্থ হতে পারেন, তবে এরপরও আপনাকে যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। আপনাকে তাকে পুরোটা সময় খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। মুস্তাফিজের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র স্লোয়ার-কাটার। হেনরিক্স মনে করেন, কোনো ব্যাটসম্যান কেবল এই ডেলিভারির জন্য অপেক্ষা করে পার পাবেন না। তার দ্রুত গতির বলগুলোতে যথেষ্ট গতি থাকে। আমরা আন্দ্রে রাসেলের বিপক্ষে তাকে সেই দ্রুত গতির ইয়র্কার করতে দেখেছি।