স্টাফ রিপোর্টার: দুই দিনের সফর শেষে ঢাকা ফিরে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিক। গতকাল শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা বাসটার্মিনালে পান্তার দোকানে চা আপ্যায়নের পর তিনি চুয়াডাঙ্গা ত্যাগ করেন। এর আগে তার উপস্থিতির সংবাদে টার্মিনাল এলাকায় ভিড় জমে যায়। এ সময় তিনি উপস্থিত জনতার সাথে কুশল বিনিময় করেন।
অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় দুই দিনের সফরে চুয়াডাঙ্গা আসেন। সফরকালে তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজে শিক্ষা সমাবেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেন। এরপর তিনি দুপুরে সাংবাদিক আহমেদ পিপুল ও বিপুল আশরাফের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন। পরে তার সফর সাথীদের নিয়ে ব্রিটিশ শাসনের স্মৃতিচিহ্ন আমঝুপি নীলকুঠি, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মুজিবনগর, মুক্তিযুদ্ধের আরেক স্মৃতিবিজড়িত স্থান চুয়াডাঙ্গার জগন্নাথপুরের শহীদ আট মুক্তিযোদ্ধার আটকবর কমপ্লেক্স, ডিসি ইকোপার্ক, কবি কাজী নজরুলের স্মতি বিজরিত কার্পাসডাঙ্গার আটচালা ঘর ও দর্শনা কেরুজ চিনিকল পরিদর্শন করেন। রাতে তিনি চুয়াডাঙ্গা সার্কিট হাউজে শিক্ষক ও সাংবাদিক প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেন। গতকাল শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার সফরসঙ্গী অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও এনটিভির বিশেষ প্রতিনিধি আহমেদ পিপুলকে সাথে নিয়ে ঢাকার উদ্দেশে চুয়াডাঙ্গা ত্যাগ করেন। পুলিশ প্রহরায় তিনি বিকেল ৪টায় ঢাকা পৌঁছান।