তৃতীয় ধাপেও আওয়ামী লীগের জয়-জয়কার

 

স্টাফ রিপোর্টার: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীদের জয়জয়কার। এ ধাপে গতকাল শনিবার দেশের ৪৮ জেলার ৬১৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হয়। গতরাত ১টা পর্যন্ত প্রাপ্ত ৫৫৫টি ইউপির ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ৩৫৩টি, বিএনপি মনোনীত প্রার্থীরা ৫২টি, জাতীয় পার্টি মনোনীত প্রার্থীরা ১২টি, স্বতন্ত্র প্রার্থীরা ১৩৫টি ও অন্যান্য দল মনোনীত প্রার্থীরা ৩টিতে জয় পেয়েছেন। এর আগে সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলা এ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে ভোট জালিয়াতি, কেন্দ্র দখল, সংঘর্ষ-সহিংসতায় প্রাণহানি এবং প্রতিপক্ষের ভোট বর্জনের ঘটনা ঘটে। এদিন নির্বাচনী অনিয়মের কারণে ২৪টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। একই কারণে বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদের ফলও স্থগিত করা হয়। যদিও এ ধাপে ভোটের আগেই ২৫ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। বিগত দু ধাপের চেয়ে তৃতীয়ধাপে সহিংসতা অরেকটা কম হলেও ভোট কারচুপি ও অনিয়ম অব্যাহত ছিলো। এ পর্যন্ত নির্বাচনী সহিংসতায় ৫৯ ব্যাক্তির প্রাণহানি ঘটেছে।

গত ২২ মার্চ প্রথম ধাপে ৭১২ ইউপির ও দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ৬৩৯ ইউপির ভোট হয়। দু ধাপের ১ হাজার ৩৫১টি ইউপির মধ্যে আওয়ামী লীগ ৯৮৪টি ও বিএনপি ১০৮ ইউপির চেয়ারম্যান পদে বিজয়ী হয়। স্বতন্ত্রসহ অন্যান্য রাজনৈতিক দল জয় পেয়েছে ২৮৯টি ইউপিতে। প্রথমধাপে আওয়ামী লীগ ৫৪০, বিএনপি ৪৭, দ্বিতীয় ধাপে আওয়ামী লীগ ৪৪৪টি এবং বিএনপি ৬১টি ইউপিতে জয় পেয়েছিল। ইসির হিসেবে প্রথম ধাপে ৭৪ দশমিক ৭৭ শতাংশ এবং দ্বিতীয় ধাপে ভোটের হার ৭৮ দশমিক ৪৬ শতাংশ ভোট পড়েছে।