স্টাফ রিপোর্টার: ৫ম দফায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ৬টি ও জীবননগর উপজেলায় ২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রিটার্নিং কর্মকর্তারা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিজ্ঞপ্তি জারির মাধ্যমে তফশিল ঘোষণা করেন।
দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ ও জুড়ানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ, কার্পাসডাঙ্গা ও কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান, হাউলী ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহা এবং জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ও সীমান্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোত্তাওয়াকিল রহমানকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের জন্য জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান গত ২২ এপ্রিল প্রজ্ঞাপন জারি করেন।
নির্বাচন তফশিল অনুযায়ী আগামী ২৮ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ২ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ৪-৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। ছুটির দিনসহ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৫ হাজার টাকার বিনিময়ে চেয়ারম্যান, ১ হাজার টাকার বিনিময়ে সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তার কাছ থেকে ফরম তুলতে পারবেন।
৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনের চার রিটার্নিং কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে কর্মকর্তরা জানান, গতকাল শনিবার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।