জীবননগরে ভুয়া কাজির ১৫ দিনের জেল

জীবননগর ব্যুরো: নকল রেজিস্ট্রারের মাধ্যমে বাল্যবিয়ে পড়ানোর দায়ে জীবননগরে এক ভুয়া কাজির ১৫ দিনের জেল দেয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত ভুয়া কাজি ফরহাদ হোসেন রাজুকে (৩২) এ সাজা প্রদান করেন।

আদালতসূত্রে জানা যায়, শহরের সাবেক বিবাহ রেজিস্ট্রার আবুল কালাম আজাদের মৃত্যুর পর তার ছেলে ফরহাদ হোসেন রাজু এ পেশায় থেকে যান। অনেক প্রচেষ্টার পরও তিনি নিজের নামে লাইসেন্স করতে ব্যর্থ হন। এ অবস্থায় তিনি উপজেলার উথলী ইউনিয়নের বিবাহ রেজিস্ট্রার আলমগীর হোসেন ওরফে আলম কাজির নামে ছাপানো একটি রেজিস্ট্রার নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিয়ে পড়িয়ে আসছিলেন। এর মধ্যে বাল্যবিয়ে বেশি বলে অভিযোগ ওঠে।

এ অবস্থায় গতকাল দুপুরে ফরহাদ হোসেন রাজু উপজেলার বেনীপুর গ্রামের হানেফ আলীর মেয়ে শান্তনা খাতুনের সাথে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জি-পান্তাপাড়া ইউনিয়নের ভোগেরদাড়ি গ্রামের তবিবুর রহমানের ছেলে রাজন হোসেনের বিয়ে দেন। এ বিয়ে তিনি ওই ভুয়া রেজিস্ট্রারে লিপিবদ্ধ করেন। খবর পেয়ে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ইউএনও নুরুল হাফিজ সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভুয়া কাজী ফরহাদ হোসেন রাজুকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন।