দামুড়হুদার ৬ ইউনিয়নে নির্বাচনী তফশিল ঘোষণা

দামুড়হুদা প্রতিনিধি: ৫ম ধাপে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নের নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলা নির্বাচন অফিসারের স্টেনো রুহুল আমিন মোবাইলফোনে মাথাভাঙ্গার দামুড়হুদা প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেন। ৫ম ধাপে দামুড়হুদা উপজেলার যে ৬টি ইউনিয়নের তফশিল ঘোষণা করা হয়েছে সেগুলো হচ্ছে- দামুড়হুদা সদর, জুড়ানপুর, কার্পাসডাঙ্গা, কুড়ুলগাছি, পারকৃষ্ণপুর-মদনা এবং হাউলী ইউনিয়ন পরিষদ। ঘোষিত তফশিলে বলা হয়েছে- মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ তারিখ আগামী ২ মে, মনোনয়নপত্র বাছাই ৪ ও ৫ মে, প্রার্থিতা প্রত্যাহার ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ২৮ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। হাউলী ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে নির্বাচন বন্ধ থাকার বিষয়ে এখনও পর্যন্ত এ ধরনের কোনো নির্দেশনা আসেনি বলেও তিনি জানিয়েছেন।