দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় চলন্ত আলমসাধুর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল চালকসহ মোট ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পর মোটরসাইকেল আরোহী তৈয়ব আলীকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা-যশোর মহাসড়কের জয়রামপুর স্কুল বটতলা নামকস্থানে দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামের স্কুলশিক্ষক আজিজুল হক (৩০), তৈয়ব আলী (৪০) ও নিয়ামত আলী (২৫) এবং আলমসাধুচালক মেহেরপুর জেলার ধানখোলা গ্রামের টুটুলসহ (৩২) আরও দু আলমসাধু যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামের আলফাজ উদ্দীনের ছেলে স্কুল শিক্ষক আজিজুল হক মোটরসাইকেলযোগে একই গ্রামের বিশারত আলীর ছেলে তৈয়ব আলী ও আ. কুদ্দুসের ছেলে নিয়ামতকে সাথে নিয়ে দামুড়হুদার নতুন হাউলী গ্রামে এক আত্মিয়ের বাড়িতে সুন্নতে খাতনার দাওয়াত খেতে আসছিলেন। বেলা ১২টার দিকে জয়রামপুর স্কুল বটতলা নামক স্থানে পৌছুলে চুয়াডাঙ্গা দিক থেকে দর্শনা অভিমুখে যাওয়া যাত্রীবাহী আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে তৈয়ব আলীর ডান পা ভেঙে গুঁড়িয়ে যায় এবং অপর দুজন গুরুতর জখম হয়। এছাড়া আলমসাধু চালক মেহেরপুর ধানখোলা গ্রামের টুটুলসহ দু যাত্রী আলমসাধু থেকে পিচরোডে ছিটকে পড়ে গুরুতর জখম হয়। পথচারীরা আহতদের উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এরমধ্যে মোটরসাইকেল আরোহী তৈয়ব আলীকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। জয়রামপুর স্কুল বটতলার সামনে পিচরোড ঘেঁষে মাংষ বিক্রির দোকানের কুকুর তাড়াতে গিয়ে ওই সড়ক দূর্ঘটনা হয়েছে বলে প্রতক্ষদর্শীদের মধ্যে দু একজন জানালেও কেউ কেউ বলেছেন এ দুর্ঘটনার সাথে কুকুর তাড়ানোর কোনো সম্পর্ক নেই। তারা বলেছেন, মোটরসাইকেলটির সামনে একটি ট্রাক্টর ও একটি ট্রাক ছিলো। মোটরসাইকেল চালক ট্রাক্টরটি ওভারটেক করার পর ট্রাকটি অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। আলসাধুটি মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা হয়ে জীবননগর যাচ্ছিলো বলে জানা গেলেও আহত দু আলমসাধু যাত্রীর নাম পরিচয় জানা যায়নি।