খবর: (মামলার ভয় দেখিয়ে ৩ জনের কাছ থেকে অর্থ আদায় দারোগার)
দারোগার টাকা লাগে
একদিনে লাখ লাখ,
তার পুঁজি দাঁত ঝাড়া
বেয়াদবি আখলাক।
লোক ধরে টাকা চায়
তবু তার দোষ নাই,
রাতে নেয় দিনে নেয়
নেয় টাকা রোশনাই।
ফাইলের ফিতে খুলে
কেস খালি উসকায়
চৌকস দারোগা সে
তাই মোটা ঘুষ খায়।
_আহাদ আলী মোল্লা
22.04.2016