ডিঙ্গেদহ প্রতিনিধি: শত্রুতামূলক চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা ইউনিয়নের খেজুরা মণ্ডলপাড়ার জান্নাতুল মাওয়া কবরস্থানের সীমানা পাঁচিল ভেঙে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতপরশু বৃহস্পতিবার রাতে। এ ব্যাপারে খেজুরা গ্রামের ইউপি মেম্বার ও গ্রামবাসী জানান, প্রায় ১ বছর আগে গ্রামের মণ্ডলপাড়ার জান্নাতুল মাওয়া কবরস্থানের সীমানা পাঁচিল নির্মাণ করা হয়। গতকাল রাত ২টার দিকে কে বা কারা প্রায় ১০ ফুট সীমানা পাঁচিলটি সম্পূর্ণরূপে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। কবরস্থানের আশপাশে বসবাসকারী লোকেরা জানান, রাত প্রায় ২টার দিকে কবরস্থানের দিকে প্রায় ১ ঘণ্টা ধরে বিকট শব্দ হচ্ছিলো তবে ভয়ে কেউ দেখতে সাহস পাননি। বিষয়টি নিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করছে।