স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় দ্বিতীয় আব্দুল মান্নান সিক্স-এ সাইড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি আসন্ন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী নঈম হাসান জোয়ার্দ্দার। গতকাল বিকেল ৫টায় চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবল মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মজু-নঈম-লাড্ডু পরিষদের হাজি ইয়াকুব হোসেন মালিক, হুমায়ুন কবীর মালিক, সরোয়ার হোসেন মধু, সালাউদ্দিন মো. মতূর্জা, নাসির আহাদ জোয়ার্দ্দার, সাইদুর রহমান মালিক, শহীদুল কদর জোয়ার্দ্দার, বদরউদ্দিন খান, ফজলুল হক, মেহেরুল্লাহ মিলু, হাফিজুর রহমান হাপু, আব্দুস সালাম, টুটুল মোল্লা, আজিজুল হক শীল প্রমুখ। উদ্বোধনী দিনে সিটি কম্পিউটার ও রংধনু খেলাঘরের মধ্যেকার ম্যাচটি গোলশূন্য ড্র-হয়। আজ একই মাঠে মুখোমুখি হবে শেখ জামাল ক্লাব ও বিগবার্সা। উদ্বোধনী ম্যাচটি পরিচালনা করেন হাসানুজ্জামান হাসান ও ইসলাম রকিব।