সৈয়দ শামসুল হক ক্যান্সারে আক্রান্ত
স্টাফ রিপোর্টার: সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ফুঁসফুঁসে ক্যান্সার ধরা পড়েছে। ফুঁসফুঁসে জটিলতা নিয়ে উন্নত চিকিত্সার জন্য লন্ডন যাওয়ার পর পরীক্ষা করে চিকিত্সকরা ক্যান্সারের বিষয়ে নিশ্চিত হয়েছেন। আগামী মঙ্গলবার থেকে রয়্যাল মার্সডেন হাসপাতালে তার চিকিত্সা শুরু হবে। গতকাল শুক্রবার জাতীয় কবিতা পরিষদের সাবেক সভাপতি কবি মুহাম্মদ সামাদ বলেন, বুধবার রাতে সৈয়দ হকের সাথে তার কথা হয়েছিলো। ক্যান্সারের বিষয়টি সৈয়দ হক নিজেই তাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, লন্ডনে শারীরিক পরীক্ষার পর চিকিত্সকরা তার দেহে এ রোগের অস্তিত্ব পান। আগামী মঙ্গলবার থেকে সেখানকার রয়্যাল মার্সডেন হাসপাতালে কবির ক্যান্সারের চিকিত্সা শুরু হবে। কবিতা, নাটক, গল্প-উপন্যাসসহ সাহিত্যের সব শাখায় বিচরণকারী সৈয়দ হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কার পাওয়া এই সাহিত্যিকের হাত দিয়ে খেলারাম খেলে যা, নীল দংশন, মৃগয়া, সীমানা ছাড়িয়ে, আয়না বিবির পালাসহ বহু পাঠকপ্রিয় বই এসেছে।
রাজশাহী নগরীর আবাসিক হোটেলে তরুণ-তরুণীর লাশ
স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর একটি আবাসিক হোটেল থেকে দুই তরুণ-তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দবিরগঞ্জ গ্রামের বাসিন্দা মিজানুর রহমান (২৩) ও পাবনার বাসিন্দা সুমাইয়া নাসরিন (২০)। এদের হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। শুক্রবার দুপুর একটার দিকে আবাসিক হোটেল নাইস ইন্টারন্যাশনালের চতুর্থ তলার ৩০৩ নম্বর কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, বুধবার স্বামী-স্ত্রী পরিচয়ে দুইজন ওই হোটেলে ওঠেন। বোয়ালিয়া মডেল থানার এসআই মহিউদ্দিন বলেছেন, মিজানুরের লাশ হাত বাঁধা অবস্থায় ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আর নাসরিনের নাক ও মুখে ছুরাকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্ত শেষে জানায় পুলিশ।
আমাকে জেলে নিয়ে ছেলেকে মুক্তি দিন : মাহহমুদুর রহমানের মা
স্টাফ রিপোর্টার: নিজেকে জেলে নেয়ার বিনিময়ে হলেও ছেলেকে মুক্তি দিতে প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগম। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে দৈনিক আমার দেশ পরিবার এর সংবাদ সম্মেলনে একমাত্র ছেলের মুক্তি চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মাহমুদা বেগম। প্রধানমন্ত্রীর উদ্দেশে মাহমুদা বেগম বলেন, আমার ছেলেকে দীর্ঘদিন জেলে আটক রেখেও আপনার ব্যক্তিগত জিঘাংসা যদি পরিতৃপ্ত না হয়ে থাকে, তাহলে আমাকে জেলে নেয়ার বিনিময়ে আমার নিরপরাধ সন্তানকে মুক্তি দিন। মাহমুদুর রহমানের মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে বাংলাদেশের সব মায়ের প্রতি আবেদন জানিয়ে তিনি বলেন, আপনারা আমার একমাত্র সন্তানের মুক্তির জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করুন। আমি আপনাদের সকলের জন্যে এবং আপনাদের সন্তানদের জন্যে দোয়া করি। মাহমুদুর রহমানকে ২০১৩ সালের ১১ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত আমার দেশ কার্যালয় থেকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ৮২টি মামলা রয়েছে। এর মধ্যে তিনি ৮০টি মামলায় জামিন পেয়েছেন। এখন সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলায় তাকে গ্রেফতার দেখানোর দাবি করেছে ডিবি পুলিশ।
দম্পতির বিষপান : স্ত্রীর মৃত্যু
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে বাদল মিয়া ও মাহমুদা আক্তার দম্পতি বিষপান করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষপানে মাহমুদা আক্তার মারা যান। আর বাদল আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যাণদী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন বলেন, এক বছর আগে কল্যাণদীর বাসিন্দা বাদল মিয়ার সাথে পাশের বাড়ির বাসিন্দা মাহমুদা আক্তারের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এ নিয়ে প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়াঝাঁটি হতো। গতকাল রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে রাতে স্বামী-স্ত্রী দুজনই বিষপান করেন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক স্ত্রী মাহমুদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহমুদা।