হাত-পা-মুখ বাঁধা ইউপি চেয়ারম্যান উদ্ধার : গ্রেফতার ৪

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় লাহিনীপাড়া এলাকার একটি বাড়ি থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অপহৃত ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান খোকনকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাকে উদ্ধার করা হয়। জিয়াউর রহমান খোকন কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চেয়ারম্যান। এ ঘটনায় ওই বাড়ির মালিক মোয়াজ্জেম হোসেনসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান কুমারখালী থানার ওসি জিয়াউর রহমান।

তিনি বলেন, গত বুধবার রাতে নির্বাচনী প্রচারণা শেষে নন্দলালপুর এলাকায় নিজ বাড়ি ফিরছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান। এ সময় পথে অস্ত্রের মুখে কয়েকজন অপহরণকারী তাকে তুলে নিয়ে যায়। ওই রাতেই অপহরণকারীরা মোবাইলফোনে তার পরিবারের কাছে ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা গতকাল বৃহস্পতিবার সকালে মোবাইলফোনের সূত্র ধরে অভিযানে নামে। পরে বেলা ১১টার দিকে লাহিনীপাড়া বটতলা এলাকার মাদকব্যবসায়ী মোয়াজ্জেম হোসের বাড়ি থেকে হাত-পা মুখ বাঁধা অবস্থায় ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমানকে উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড়ির মালিকসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে কুমারখালী থানায় একটি অপহরণের মামলা হয়েছে বলে জানান ওসি জিয়াউর রহমান।