বিনোদন প্রতিবেদক: ১৯৯২ সালের ডিসেম্বর মাসের কনকনে ঠান্ডায় ভেঙে ফেলা হয় ভারতের অযোধ্যার বাবরি মসজিদ। সংবেদনশীল এই কাণ্ডের জেরে ঝড় বয়ে যায় সারা উপমহাদেশে। দাঙ্গায় প্রাণ হারান হাজার হাজার মানুষ। এবার দু’দশকের পুরনো এই বাবরি মসজিদ কাণ্ডকেই আবার মাটি খুঁড়ে বের করে আনতে চলেছেন অমিতাভ বচ্চন। আর এই কাজে তার সহযোগী হবেন অজয় দেবগন। বাস্তবে নয়; বরং সিনেমার পর্দায় এবার দেখা মিলবে বাবরি মসজিদ কাণ্ড। বিতর্কিত সেন্সর বোর্ড প্রধান পহলাজ নিহালনি বাবরি মসজিদের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে তার আগামী ছবি করতে চলেছেন। তাতেই দেখা যাবে বিগ-বি এবং অজয় দেবগনকে। ইতিমধ্যেই ছবির চিত্রনাট্য দুই অভিনেতাকে শুনিয়েছেন পহলাজ নিহালনি। সব ঠিক থাকলে আগামী জুলাই-আগস্ট মাস থেকেই শুরু হবে ছবির শুটিং। ছবির চিত্রনাট্য লিখেছেন বাহুবলির পরিচালক এসএস রাজামৌলির বাবা কেভি বিজয়েন্দ্র। এই চিত্রনাট্যাকার বাহুবলি এবং বজরঙ্গি ভাইজানেরও চিত্রনাট্য লিখেছিলেন।
সিনেমায় বাবরি মসজিদ কাণ্ড, অভিনয় করবেন অমিতাভ-অজয়
