কুষ্টিয়া প্রতিনিধি: যশোরে সাংবাদিক ও মানবাধিকারকর্মী বিনয় কৃষ্ণ মল্লিককে মিথ্যা অপবাদে হেয় প্রতিপন্ন ও নির্যাতন করার প্রতিবাদে কুষ্টিয়ার মিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় রেলওয়ে স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আলো স্বেচ্ছাসেবী পল্লি উন্নয়ন সংস্থা ও ট্রাইবালস্ রাইটস ওয়াচ গ্রুপের যৌথ উদ্যোগে মানববন্ধনে এ সময়ে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র কলিউদ্দিন মল্লিক, প্রেসক্লাবের সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দার, সহসভাপতি কাঞ্চন কুমার, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, আলো স্বেচ্ছাসেবী পল্লি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহাম্মেদ, নাট্যকর্মী সুনীল কুমার প্রমুখ।
সাংবাদিক নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন
