শিশু নির্যাতন ও হত্যা বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন

?

গাংনী প্রতিনিধি: সারাদেশে শিশু হত্যা ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সামনের সড়কে মানববন্ধন করেছেন ন্যালনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) গাংনী উপজেলা শাখার সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এনসিটিএফ গাংনী শাখার সভাপতি রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির প্রকল্প পরিচালক সুনীল কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন আমতৈল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান। উপস্থিত ছিলেন পিএসকেএস ডিপিডি ইউনুছ আলী, টেকনিক্যাল অফিসার আশরাফুল ইসলাম আশরাফ, এনসিটিএফ সাধারণ সম্পাদক কাকলী খাতুন, সাংগঠনিক সম্পাদক আসিফ খান, স্বেচ্ছাসেবক তানিয়া পারভীন মুক্তা, ইসমত আরা, জমিস উদ্দীন, মোবারক হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের বক্তারা বলেন, সারাদেশে শিশু হত্যা ও নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। যা সমাজের ওপর এক নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে। আতঙ্কে রয়েছেন অভিভাবকরা। তাই নির্যাতন ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক সাজা ও সচেতনতা বাড়ানোর আহ্বান জানান বক্তারা।