শিক্ষকদের ৬ দিনের প্রশিক্ষণের সমাপনীতে জেলা প্রশাসক সায়মা ইউনুস

ভালো শিক্ষার মাধ্যমে ভালো মেধা তৈরি হয়

স্টাফ রিপোর্টার: প্রত্যেক শিক্ষকেরই প্রশিক্ষণের প্রয়োজন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিলে শিক্ষার্থীরা বেশি উপকৃত হয়। ইদানীং দেখা যায় ভালো মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে চান না। ভালো বেতনের কারণে তারা অন্য কোনো পেশায় চলে যান। আমরা যদি ভালো মেধাসম্পন্ন শিক্ষক পাই তাহলে বিদ্যালয় থেকেও ভালো মেধা তৈরি হবে। তাই আমরা দায়িত্বের সাথে বিদ্যালয় পরিচালনা করবো যাতে আমাদের দেশ আরো এগিয়ে যায়। ভালো শিক্ষা প্রদানের মাধ্যমেই ভালো মেধা তৈরি হয়। কথাগুলো বলেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। গতকাল বৃহস্পতিবার ৬ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দিচ্ছিলেন তিনি।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কলেজের ৪০ জন প্রতিষ্ঠান প্রধানকে নিয়ে ৬ দিনব্যাপী ফলোআপ প্রশিক্ষণ গত ১৬ এপ্রিল চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু হয়। জেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত প্রশিক্ষণের গতকাল ছিলো সমাপনী। বিকেলে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মো. আজাহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মতিন। এছাড়া প্রশিক্ষক হিসেবে অতিথির আসন গ্রহণ করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান, তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান ও চুয়াডাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন যাদব কুমার প্রামাণিক। শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক সায়মা ইউনুস প্রশিক্ষণার্থী প্রতিষ্ঠান প্রধানদের হাতে প্রশিক্ষণের সনদপত্র তুলে দেন।