মুস্তাফিজের জন্য বাংলা শিখছেন ওয়ার্নার

মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশের পেস সেনসেশন মুস্তাফিজুর রহমানের জন্য বাংলা শিখছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। নিজের একাউন্ট থেকে এক টুইটবার্তায় তিনি জানান, মুস্তাফিজের জন্য গুগল থেকে বাংলা শিখছি, শিখলাম তোরা তোরা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ডেভিড ওয়ার্নার ও মুস্তাফিজ দুজনই সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন। মুস্তাফিজের পারফর্মেন্সে সবাই  মুগ্ধ। অধিনায়ক ওয়ার্নারও তার সাথে হাস্বোজ্জ্বল সময় কাটান।