জীবননগরে মোবাইলফোন কেনার নামে দেখতে চেয়ে নিয়ে চম্পট!

জীবননগর ব্যুরো: জীবননগরে মোবাইলফোন কেনার কথা বলে দেখাকালে এক চোর মূল্যবান একটি মোবাইলফোন নিয়ে দৌঁড়ে পালিয়ে গেছে। প্রকাশ্যে মোবাইলফোন চুরির এ ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার শহরের শাপলা প্লাজার মোবাইল কর্ণারে।

মোবাইল কর্ণারের সত্বাধিকারী মিনাজুল হক জানান, গতকাল দুপুরে প্রচণ্ড ভীড়ের মধ্যে এক যুবক মোবাইলফোন কেনার জন্য তার দোকানে আসে। এ সময় সে স্কীন টার্চ মোবাইলফোন দেখাতে বলে। মোবাইলফোন সেট পছন্দ করাকালে হঠাত সে একটি মোবাইলফোন নিয়ে দৌঁড় দেয়। ভিড়ের মধ্যে নিমিষেই সে দৌঁড়ে গা ঢাকা দেয়। দোকানে মোবাইল দেখা কালে সিসি ক্যামারায় তার ছবি রেকর্ড হলেও শেষ পর্যন্ত তাকে আর আটক করা যায়নি।