কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

দেশের প্রতিটি উন্নয়নে কৃষকেরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছেন

স্টাফ রিপোর্টার: খরিফ-১ ২০১৬-১৭ মরসুমে উফশি আউশ ও নেরিকা আউশ ধানচাষে প্রনোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর, দামুড়হুদা ও জীবননগর উপজেলায় কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়।

চুয়াডাঙ্গায় সার-বীজ বিতরণকালে জাতীয় সংসদের হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, বাংলাদেশের প্রতিটি উন্নয়নে কৃষকেরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রাখছেন। কৃষক ছাড়া কোনো উন্নয়নই সম্ভব নয়। দেশের খাদ্য ঘাটতি পূরণে তারা অক্লান্ত পরিশ্রম করেন। সরকার কৃষি খাতকে আরও উন্নত করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে আজকের এই কর্মসূচি।

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সার-বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক নির্মল কুমার দে, সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত ও মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর।

পরে চুয়াডাঙ্গা সদর উপজেলার খরিফ-১ ২০১৬-১৭ মরসুমে উফশি আউশ চাষে ১২শ, নেরিকা চাষে ৯৫, ধৈঞ্চা চাষে ২৫, সেক্স ফেরোমন ব্যবহারে ১৫ জনসহ মোট ১৩শ ৩৫ জন কৃষককের মাঝে বীজ ও সার বিতরণ করেন প্রধান অতিথি। প্রণোদনার জন্য কৃষকগণ বিঘা প্রতি ৫ কেজি উফশি আউশ ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং সেচ বাবদ ৪শ টাকা পাবেন। এছাড়া ১ বিঘা নেরিকা আউশ ধান চাষের জন্য ১০ কেজি উফশি আউশ ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, সেচ বাবদ ৪শ এবং আগাছা দমন বাবদ আরও ৪শ টাকা পাবেন।

তবে সেচ ও আগাছা দমন বাবদ বরাদ্দকৃত টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হবে বলে জানান সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর।

damurhuda pic. (file-2), 21.04 (2)

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় চলতি খরিপ মরসুমে উফশি ও নেরিকা আউশ আবাদ বৃদ্ধির প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ১ হাজার ৩শ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক একেএম মহিউদ্দীন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা কৃষি অফিসার সুফি মো, রফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী ইলিয়াস হোসেন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আবুল হাশেম প্রমুখ। আলোচনা শেষে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে চাষিদের হাতে সার ও বীজ তুলে দেন।

উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান জানান, উপজেলার মোট ১০০ জন  কৃষকের মাথাপিছু ১০ কেজি করে নেরিকা বীজ, ২০ কেজি করে ইউরিয়া, ১০ কেজি করে এমওপি সার এবং ১২০০ জন কৃষকের মাথাপিছু ৫ কেজি করে উফশি বীজ, ২০ কেজি করে ইউরিয়া, ১০ কেজি করে এমওপি সার দেয়া হয়েছে। নেরিকা চাষিদের সেচ বাবদ ৪শ এবং আগাছা দমন বাবদ ৪শ মোট ৮শ টাকা এবং উফশি কৃষকদের শুধুমাত্র সেচ বাবদ ৪শ টাকা করে বরাদ্দ পাওয়া গেছে। এগুলো পর্যায়ক্রমে কৃষকদের মাঝে দেয়া হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কায়জার আলী পল্টু। সার্বিক দায়িত্বে ছিলেন উচ্চমান সহকারী তথা হিসাব রক্ষক আমিরুল হক পলাশ।

 

জীবননগর ব্যুরো জানিয়েছে, উফশি আঊশ, নেরিকা আঊশ ও মাটির স্বাস্থ্য সুরক্ষরা জন্য ধৈঞ্চা এবং কুমড়া জাতীয় ফসলে সেক্স ফেরোমন ফাঁদ প্রপোদনা কর্মসূচির চলতি অর্থবছরের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে উফশি জাতের ধানের বীজ, সার বিতরণসহ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জীবননগর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিনামূলে সার ও বীজ বিতরণের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজের সভাপতিত্বে উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বর্তমান সরকারের কৃষিখাতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী ও উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ্। কৃষি সম্প্রসারণ অফিসার সালমা জাহান নিপার পরিচালনায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে জানানো হয়, এ উপজেলায় এবার উফশি আঊশ জাতে ৬৫০ জন, নেরিকা জাতে ৬০ জন, ধৈঞ্চা বীজে ২৫ জন ও সেক্স ফেরোমনে ১০ জন চাষি সরকারি এ সহায়তা পাচ্ছেন।