কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে এবার ম্যাজিস্ট্রেট ও ডিবি পুলিশ পরিচয়ে প্রকাশ্য দিবালোকে চাঁদনী খাতুন (১৯) নামে সুন্দরী এক বউ অপহরণের ঘটনা ঘটেছে। সে ওই গ্রামের আলী মণ্ডলের ছেলে নাঈম মণ্ডলের স্ত্রী। গত সোমবার দুপুরে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের সারুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সুন্দরী গৃহবধূকে অপহরণের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা যায়, গত সোমবার দুপুর দেড়টার সময় একটি হাইএক্স মাইক্রোবাসযোগে একদল লোক সারুটিয়া গ্রামের নাইম মণ্ডলের বাড়িতে গিয়ে ম্যাজিস্ট্রেট ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে সুন্দরী গৃহবধূ চাঁদনীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এই ঘটনায় অপহৃতের স্বামী নাঈম মণ্ডল বাদী হয়ে মঙ্গলবার রাতে ৮ জনকে আসামি করে মিরপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। আসামিরা হলেন- কুষ্টিয়া সদর থানার কুমারগাড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মেহেদী হাসান বাপ্পী (২৬), মিরপুর পৌরসভার মোশারফপুর গ্রামের রুস্তম আলীর ছেলে সবুজ আলী (২৫), মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের সরুটিয়া মধ্যপাড়া গ্রামের মৃত শহর আলী সদ্দারের ২ ছেলে হাশেম আলী (৪৫) ও রাশেদ আলী (৫০), ছাতিয়ান গ্রামের মৃত রমজান আলীর ছেলে গফফার আলী (৫০), মৃত গেদা সর্দারের ছেলে তমিজ আলী (৪৫) ও একই গ্রামের মৃত ফড়ং সর্দারের ২ ছেলে মজিবার রহমান (৪০) ও ফজলুর রহমান (৩৫)। অপহরণের ৩ দিন হলেও অপহৃত গৃহবধূকে পুলিশ উদ্ধার করতে পারেনি।