স্টাফ রিপোর্টার: ভেজাল ও নিম্নমানের ওষুধ প্রস্তুতকারী ২০ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ওষুধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত জানান স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিম। সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমানসহ মন্ত্রণালয় ও ওষুধ প্রশাসন অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ২০টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের জন্য ওষুধ প্রশাসন অধিদফতরকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, ভেজাল ও নিম্নমানের ওষুধ তৈরি করে এমন প্রতিষ্ঠানের ওষুধ উৎপাদন করার কোনো অধিকার নেই। সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী অন্যান্য ওষুধ কোম্পানির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেয়া হয়েছে বলেও জানান তিনি।
জানা গেছে, ২০টি ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিলের কাজ আগামী দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। লাইসেন্স বাতিলের শাস্তির মুখে পড়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে- এক্সিম ফার্মাসিউটিক্যাল, এভার্ট ফার্মা, বিকল্প ফার্মাসিউটিক্যাল, ডলফিন ফার্মাসিউটিক্যাল, ড্রাগল্যান্ড, গ্লোব ল্যাবরেটরিজ, জলপা ল্যাবরেটরিজ, কাফিনা ফার্মাসিউটিক্যাল, মেডিকো ফার্মাসিউটিক্যাল, ন্যাশনাল ড্রাগ, নর্থ বেঙ্গল ফার্মাসিউটিক্যাল, রিমো কেমিক্যাল, রিদ ফার্মাসিউটিক্যাল, স্কাইল্যাব ফার্মাসিউটিক্যাল, স্পার্ক ফার্মাসিউটিক্যাল, স্টার ফার্মাসিউটিক্যাল, সুনিপুণ ফার্মাসিউটিক্যাল, টুডে ফার্মাসিউটিক্যাল, ট্রপিক্যাল ফার্মাসিউটিক্যাল এবং ইউনিভার্সেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড।