মেহেরপুরে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীর সমর্থককে তিন হাজার টাকা জরিমানা

 

মেহেরপুর অফিস: নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীর সমর্থককে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সন্ধ্যায় মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুজ্জামান এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা যায়, নির্বাচনে অনেক প্রার্থীর সমর্থক আচরণবিধি লঙ্ঘন করছেন। এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালানো হয়। উজলপুর গ্রামে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলী মাস্টারের সমর্থক সবজি গোলাম তার বাড়ির সামনে নৌকা প্রতীকে আলোকসজ্জা করে আচারণবিধি লঙ্ঘন করেছেন। এ অপরাধে তার কাছ থেকে দুই হাজার টাকা জরিমা আদায় করা হয়। একই ইউনিয়নে ৯ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আবুল কাশেম তার প্রতীক জীবিত মোরগ ব্যবহার করেন। আচারণবিধি ভঙ্গের দায়ে তার কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।