মেহেরপুরের নির্বাচনে প্রিসাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ সম্পন্ন

 

মেহেরপুর অফিস: ৩য় ধাপে মেহেরপুর সদর উপজেলার মোট ৪টি ইউনিয়নে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন পরিচালনার লক্ষ্যে প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলা হলরুমে এ প্রশিক্ষণ শেষ হয়। সমাপনি দিনে সুপারভাইজিং প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ ও পুলিশ সুপার হামিদুল আলম। প্রশিক্ষণ শেষে সদর উপজেলা হলরুমে আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান। সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, উপজেলা নির্বাচন অফিসার কবির উদ্দিন, উপজেলা বিআরডিবি অফিসার আনিছুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

মেহেরপুর পৌরসভার সাথে আমদহ ইউনিয়নের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম হাইকোর্টে রিট করায় সদর উপজেলার মোট ৫টি ইউনিয়নের মধ্যে আমদহ ইউনিয়ন বাদে পিরোজপুর, আমঝুপি, বুড়িপোতা ও কুতুবপুর ইউনিয়নে আগামী ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। সদর উপজেলায় মোট ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১৬ জন, সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ৩৮ জন ও ওয়ার্ড সদস্য পদে ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।