টিপ্পনী

 

খবর: (জীবননগরের আন্দুলবাড়িয়ায় শিক্ষকের থাপ্পড়ে শিক্ষার্থী আহত)

ওনার ভারি রাগের শরীর

কথায় কথায় রাগ করেন,

ছাত্র পেটান ছড়িয়ে দিয়ে

পিঠে রাঙা দাগ করেন।

 

দেমাগ দেখান রেগে গেলে

চোখ দুটো খুব লাল করেন,

কুৎসা রটান আজেবাজে

নানান রকম হাল করেন।

 

গাঁয় মানে না মোড়ল সেজে

অনেক কিছুর লোভ করেন,

হেরে গেলে দাঁত খিঁচিয়ে

বেজায় রকম ক্ষোভ করেন!

_আহাদ আলী মোল্লা

20.04.2016