চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা : তাপপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় তীব্র দাবদাহ অব্যাহত। গতকালও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো রংপুরে ২২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

তীব্র খরায় চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ পার্শ্ববর্তী এলাকায় জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। প্রাণিকূল ওষ্ঠাগত। আবহাওয়া অফিস বলেছে, টাঙ্গাইল ও ফরিদপুর অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পার। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ মরসুমের  স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোসাগরে অবস্থান করছে। সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর বিভাগের দু-এক জায়গায় এবং ময়মনসিংহ ও কুমিল্লা অঞ্চলসমূহে অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।