ট্রেবল জয়ের পথে বায়ার্ন

মাথাভাঙ্গা মনিটর: বায়ার্ন মিউনিখ মঙ্গলবার রাতে জার্মান কাপের সেমিফাইনালে ওয়েরডার ব্রেমেনকে ২-০ গোলে হারিয়ে চলতি মরসুমে ট্রেবল শিরোপা জয়ের সম্ভাবনা জোরালো করেছে। জার্মান কাপের শিরোপার পাশাপাশি কোচ পেপ গার্দিওলার দলটির সামনে রয়েছে বুন্দেস লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার হাতছানিও। সব ক্ষেত্রে নৈপুণ্য ধরে রাখতে পারলে মরসুম শেষে বায়ার্নের শোকেসে ট্রেবল শিরোপা শোভা পেলে অবাক হওয়ার কিছু থাকবে না। জার্মান কাপের সেমিফাইনালে বায়ার্নের জয়ের নায়ক ছিলেন মিডফিল্ডার থমাস মুলার। একাই দুই গোল করে দলকে ফাইনালের টিকিট এনে দেন তিনি। এই জোড়া গোলে চলতি মরসুমে সব ধরনের প্রতিযোগিতায় এই জার্মানের গোল সংখ্যা দাঁড়ালো ৩১টিতে। স্টেডিয়াম অ্যালিয়েনজ অ্যারেনায় অতিথি ব্রেমের বিপক্ষে খেলার ৩১তম মিনিটে মুলারের গোলে এগিয়ে যায় বায়ার্ন। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে আরো একটি গোল করে স্বাগতিক দলের জয় নিশ্চিত করেন মিডফিল্ডারটি। প্রতিযোগিতাটিতে এই নিয়ে ২১ বারের মতো ফাইনাল নিশ্চিত করলো বায়ার্ন। শিরোপার চূড়ান্ত লড়াইটি অনুষ্ঠিত হবে ২১ মে, বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে। প্রতিপক্ষ হতে পারে অপর সেমিফাইনাল লড়াইয়ে জয় পাওয়া বরুশিয়া ডর্টমুন্ড অথবা হার্থা বার্লিন। এবারও সাফল্য দেখাতে পারলে রেকর্ড ১৮ বারের মতো জার্মান কাপ জিতবে বায়ার্ন।

মুলার দুটি গোল করে জেতালেও দলের সার্বিক পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি। খেলা শেষে তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা এগিয়ে এসেছি। কিন্তু আমরা অনেক ভুলও করেছি এবং এটা আমাদের জন্য ভালো খেলা ছিলো না। তবে ফাইনালে পৌঁছুতে পারায় ভালো লাগছে।’ জার্মান কাপের ফাইনাল নিশ্চিত করায় চলতি মৌসুমের বাকি সময়টায় বায়ার্নের চাপ আরো বেড়ে গেলো। এর মধ্যে বুন্দেসলিগার শিরোপার একেবারে গোঁড়ায় পৌঁছে যেতে শনিবার হার্থা বার্লিনের সঙ্গে মুখোমুখি হবে তারা। কেননা লিগের টেবিলে নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে বায়ার্ন সাত পয়েন্টে এগিয়ে আছে। হাতে অবশিষ্ট আছে চারটি ম্যাচ। সুতরাং বলা যায় প্রথম ক্লাব হিসেবে টানা চতুর্থবারের মতো বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হচ্ছে বায়ার্ন। আগামী সপ্তাহেই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে আতিথ্য দেবে তারা। খেলাটিতে জয় পেলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পথেও এক ধাপ এগিয়ে যাবে জার্মান জায়ান্ট। জার্মান কাপের ফাইনাল নিশ্চিত করে বায়ার্নের ট্রেবল জয়ের সম্ভাবনা টিকে থাকায় সন্তুষ্ট কোচ গার্দিওলা। ব্রেমেনের বিপক্ষে জয়ের পর তিনি বলেন, ‘অবশ্যই আমি সন্তুষ্ট। আশা করি বার্লিনে দারুণ একটি ফাইনাল হবে। জার্মান কাপেই ব্রেমেন বরুশিয়া মনচেনগ্লাডবাখ ও বায়ারে লেভারকুসেনকে হারিয়েছে। এরপরও আমরা জানতাম উদ্যমী প্রতিপক্ষটির জয় পাবো।