স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের তিতুদহের বড়সলুয়া গ্রামে তুচ্ছ বিষয় নিয়ে তুমুল মারামারিতে উভয়পক্ষের দুজন আহত হয়েছে। মালেক নামের একজনকে ধরে পুলিশে দিয়েছে জনগণ। গতরাত ৯টার দিকে মারামারির ঘটনা ঘটে। আহত আলী হোসেনের ছেলে লিটনকে (২৪) রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হয়েছে। অপরপক্ষের আহত সোবারেক শেখের ছেলে বাদশাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুজন কার্ড খেলা নিয়ে ঝগড়ায় মেতে মারামারিতে জড়িয়ে পড়ে।