জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বালিহুদায় ভূট্টার মাঠদিবস উপলক্ষে মতবিনিময়সভার আয়োজন করা হয়। আইএফডিসি ও ইউএসএইডের সহযোগিতায় গতকাল মঙ্গলবার জীবননগর কৃষি অফিস এ মতবিনিময়সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক নির্মল কুমার দে।
রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেনের সভাপতিত্বে কৃষক আতিয়ার রহমানের ভুট্টা ক্ষেতে অনুষ্ঠিত মাঠ দিবসের মতবিনিময়সভায় বক্তব্য রাখেন আইএফডিসির ইউরেসিয়া ডিভিশনের পরিচালক জোস ডি ওয়ার্ল্ড, আবাসিক প্রতিনিধি ইশরাত জাহান, ফার্মিং সিস্টেম বিশেষজ্ঞ ড. বদিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ ও সহকারী অধ্যাপক শামসুল হুদা। ফিল্ড মনিটরিং অফিসার কৃষিবিদ ফয়সাল আহম্মদের পরিচালনায় মতবিনিময়সভায় এছাড়াও বক্তব্য রাখেন ব্লক সুপারভাইজার আজিজুল ইসলাম ও কৃষক শরিফুল ইসলাম। মতবিনিময়সভায় গুটি ইউরিয়া ব্যবহারের বিভিন্ন দিকও তুলে ধরা হয়।