দর্শনা অফিস/দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার ঈশ্বরচন্দ্রপুরের মাদকসম্রাট বাবলুর বিরুদ্ধে তার প্রতিবেশীর স্ত্রীকে মোবাইলফোনে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে। কুপ্রস্তাবে সাড়া না পেয়ে বাড়িতে ঢুকে স্বামী-স্ত্রীকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। এ ঘটনায় আহত গৃহবধূ শিরিনা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় ৪ জনের নামে মামলা করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে ওই হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর মাঝপাড়ার তফিজ উদ্দীনের স্ত্রী শিরিনা খাতুনকে (৩০) মাস দুয়েক আগে মোবাইলফোনে কুপ্রস্তাব দেয় প্রতিবেশী মৃত গোলাপের ছেলে বাবলু (৪৮)। বিষয়টির প্রতিবাদ করতে গেলে বাবলু ও তার লোকজন তফিজ উদ্দীনকে মারধর করে। এ ঘটনায় গৃহবধূ শিরিনার স্বামী তফিজ উদ্দীন বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। আজ বুধবার ওই মামলার দিনধার্য রয়েছে। অভিযুক্ত মাদকসম্রাট বাবলু লোক মারফত বিষয়টি মীমাংসার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। শেষেমেষ ব্যর্থ হয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই জের ধরে গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে বাবলু তার লোকজনকে সাথে নিয়ে প্রতিবেশী তফিজের বাড়িতে ঢুকে তফিজকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় স্বামীকে ঠেকাতে এলে স্ত্রী শিরিনাকেও লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। রডের আঘাতে স্বামী তফিজ ও স্ত্রী শিরিনার মাথা ফেটে যায়। স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (চিৎলা হাসপাতালে) নিয়ে ভর্তি করে।