মুজিবনগর স্মৃতিসৌধে মঞ্চায়িত হলো নাটক বৈদ্যনাথতলা থেকে মুজিবনগর

 

মুজিবনগর প্রতিনিধি: ঐতিহাসিক মুজিবনগরের তাৎপর্য তুলে ধরে মঞ্চায়িত হলো নাটক ‘বৈদ্যনাথতলা থেকে মুজিবনগর’। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে পরিবেশ থিয়েটার এই নাটক মঞ্চায়ন করেন। গতকাল সোমবার সন্ধ্যারাতে মুজিবনগর স্মৃতিসৌধে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ব্যারিস্টার আমির-উল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক ((রাজস্ব) হেমায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আহমারুজ্জামান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা শিল্পকলা  একাডেমির সাধারণ সম্পাদক মফিজুর রহমান।