চুয়াডাঙ্গার হানুরবাড়াদিতে মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তার ব্যবহার করেই চালানো হচ্ছে সেচপাম্প

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: সেচ পাম্পে ব্যবহৃত বিদ্যুতের তারের বাঁশের খুটি ভেঙে তার মাটি পড়ে থাকলেও প্রায় ১৫ দিন ধরে সেচপাম্প ব্যবহার করা হচ্ছে। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদরের হানুরবাড়াদি গ্রামের লোকজন জানান, হানুরবাড়াদি গ্রামের সেচপাম্প মালিক অছির উদ্দিন, ইমরান হোসেন, মালেক মিয়া, বাহাউদ্দিন, আ. ছালাম ছোট দীর্ঘদিন ধরে ডিঙ্গেদহ আনসার ক্যাম্পের নিকট থাকা ট্রান্সফরমার থেকে বিদ্যুতের সংযোগ নিয়ে বাঁশের খুটির মাধ্যমে হানুরবাড়াদি গ্রামের শেখমারীর, বাগমারা, কুনের মাঠ, পেয়াকলা, গুবদে গাড়ির মাঠে সেচপাম্প ব্যবহার করে আসছেন। ১৫ দিন আগে বৈদ্যুতিক তারের ব্যবহৃত বাঁশের খুটি ভেঙে মাটিতে পড়ে যায়। কিন্তু এ অবস্থায় সেচপাম্প মালিকরা তাদের সেচপাম্প ব্যবহার করে যাচ্ছেন। তার মাটিতে পড়ে থাকলেও বিদ্যুত বিভাগের পক্ষ থেকে তার মাটি থেকে তুলে দেয়ার ব্যবস্থা করা হয়নি। এ অবস্থায় মাঠে চলাচলের সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। অতিদ্রুত তার মাটি থেকে সরিয়ে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এলাকার সচেতন মানুষ।