দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে চাকরি স্থায়ীকরণের দাবিসহ ১২ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশনর নেতৃবৃন্দ। গতকাল রোববার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে পূর্ব কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে চুয়াডাঙ্গা ৪ উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের নকলনবিশ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের চুয়াডাঙ্গা শাখার সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান, প্রচার সম্পাদক আলী হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ১৯৫৮ সালে দেশের অন্যান্য দফতরের নকলনবিশদের চাকরি সরকার স্থায়ীকরণ করলেও নিবন্ধন পরি দফতরের অধীনস্থ নকলনবিশদের স্থায়ী করা হয়নি। এছাড়া তাদের প্রাপ্য ১২ মাসের বকেয়া বেতন প্রদানসহ অবিলম্বে চাকরি স্থায়ীকরণের দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল একই দাবিতে কালো ব্যাজ ধারণ করে দফতরের কাজে অংশ নেন তারা। আজ সোমবার সকালে কর্মসূচির অংশ হিসেবে অর্ধদিবস কলম বিরতি এবং ২৪ এপ্রিল পূর্ণদিবস কলম বিরতি পালন করবেন তারা।

ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহে চাকরি স্থায়ীকরণ ও ১২ মাসের বকেয়া পারিশ্রমিক পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নকলনবিশ অ্যাসোসিয়েশন। গতকাল রোববার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। জেলা বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রুবেল হোসেন, সহসভাপতি কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সদর উপজেলা সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, শিমুল হোসেন, আনোয়ার হোসেন, মিজানুর রহমান, টুটুল, হাজেরা খাতুন, বুলবুলি ও কণিকা খাতুন প্রমুখ। এ সময় বক্তরা বলেন, দীর্ঘ ১ বছরের বেশি সময় ধরে তারা পারিশ্রমিক পাচ্ছেন না। যে কারণে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। নকলনবিশরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।