স্টাফ রিপোর্টার: শৃঙ্খলাভঙ্গের ঘটনায় এক্সিওম টেকনোলজিসের কর্নধার রিজওয়ান বিন ফারুককে ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকাণ্ডে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে বিসিবি। রিজওয়ান বিপিএল ফ্র্যাঞ্চাইজি বরিশাল বুলসের অন্যতম স্বত্বাধিকারী। ঘটনাটি ঘটেছিলো গত মাসে এশিয়া কাপের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব কেনা প্রতিষ্ঠান টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের প্রধান মঈনুল হক চৌধুরীর ওপর চড়াও হয়েছিলেন রিজওয়ান।
তদন্ত শেষে গত শনিবার রিজওয়ানকে নিষিদ্ধ করার ঘোষণা দেয় বিসিবি। বোর্ডের ভাইস প্রেসিডেন্ট ও ডিসিপ্লিনারি কমিটির প্রধান আ জ ম নাসির জানালেন, বোর্ডের ভাবমূর্তি বিবেচনায় নিয়েই এমন কঠোর সিদ্ধান্ত। একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে এমন অপ্রীতিকর ঘটনা কখনোই কাম্য নয়। বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, এজন্যই আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। উনাকে ক্রীড়াঙ্গনে তথা স্টেডিয়ামপাড়ায় আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। কোনোভাবেই ক্রিকেটের সাথে যুক্ত হতে পারবেন না। কোনো ক্লাব বা ফ্র্যাঞ্চাইজির সাথে থাকতে পারবেন না। রিজওয়ানের কোম্পানি বিসিবির বেশ কিছু স্বত্ব কিনেছিলো। সেসবও এখন ঝুলে গেল। বিসিবি ভাইস প্রেসিডেন্ট জানালেন, তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।
বিসিবির ক্রিকেট সম্পর্কিত কিছুতে তিনি থাকতে পারবেন না। স্পন্সর প্রতিষ্ঠানগুলোর সাথে কিছু থাকলে সেটা আমরা লিগ্যাল অ্যাডভাইজ নিয়ে দেখবো। ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারিতে অভিযুক্তদের অন্যতম রিজওয়ান ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের শ্যালক এবং বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামের ছোটো ভাই। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ থেকে বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে রিজওয়ানকে বহিষ্কার করা হয়েছিলো।