মেহেরপুরের গাংনীতে ছাত্রলীগের কর্মীসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ : ছাত্রলীগকেই আগামীর নেতৃত্বে দৃষ্টান্ত স্থাপন করতে হবে

 

গাংনী প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ইতিহাস রয়েছে। দেশের বহু ক্রান্তিকালীন সাহসী ভূমিকা পালনের মধ্যদিয়ে ছাত্রলীগ বারবার দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশের বর্তমান নেতৃবৃন্দের অনেকেরই রয়েছে ছাত্রলীগের পরিচয়। ছাত্রলীগের বলিষ্ঠ নেতৃত্বের মধ্য দিয়ে আজ তারা মূল দলের গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। স্বাধীনতার সূর্যোদয় ভূমি এই মুজিবনগর থেকেই ছাত্রলীগের ভবিষ্যত জাতীয় নেতা উঠে আসবে। দলের মূল নীতি আদর্শ অনুসরণের মধ্যদিয়ে আগামীর নেতৃত্বে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। গতকাল শনিবার সন্ধ্যায় মেহেরপুর গাংনী উপজেলা মিলনায়তনে ছাত্রলীগের কর্মীসভায় উপরোক্ত কথা বলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএম জাকির হোসেন। ঐতিহাসিক মুজিবনগর দিবস সফল করার লক্ষ্যে আয়োজিত কর্মীসভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক গাংনীর কৃতীসন্তান রেজাউল ইসলাম রেজা, মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক নাহিদুজ্জামান, মেহেরপুর জেলা ছাত্রলীগ সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাধারণ সম্পাদক জুয়েল রানা ও জবি ছাত্রলীগ যুগ্ম সম্পাদক জাকির হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ যুগ্ম সম্পাদক ইমরান আহম্মেদ, হাসিব, কলেজ ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন উজ্জ্বলসহ ছাত্রলীগ বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ।