আলমডাঙ্গায় আপত্তিকর অবস্থায় দুজন আটক : ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা কলেজপাড়ায় ভাড়া বাড়িতে এক সন্তানের জননী পারুল পরপুরুষ নিয়ে ফূর্তি করার সময় বেরসিক জনতার হাতে দু সন্তানের জনক ওল্টু আপত্তিকর অবস্থায় আটক হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করেন।

জানা গেছে, আলমডাঙ্গা দুর্লভপুরের ইদ্রিস আলীর মেয়ে স্বামী পরিত্যক্তা পারুল আলমডাঙ্গা কলেজপাড়ায় তার মেয়েকে নিয়ে বাস করে আসছিলো। পারুল ঘোষবিলা ওলায়ের ইটভাটায় কাজ করে। ভাটায় কাজ করার সূত্রে ঘোষবিলা গ্রামের বিশাত আলীর ছেলে দুই সন্তানের জনক ওল্টুর সাথে পরিচয় হয়। গত তিন চার মাস ধরে তাদের মধ্যে প্রেমসম্পর্ক গড়ে ওঠে। প্রেমসম্পর্কের সূত্র ধরে ওল্টু প্রায়ই পারুলের বাসায় আসা-যাওয়া করে। গতপরশু রাতে ওল্টু পারুলের বাসায় এলে তাদেরকে আপত্তিকর অবস্থায় বেরসিক জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। গতকাল আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পারুল ও ওল্টুকে ৫শ টাকা করে ১ হাজার টাকা জরিমানা করেন। পরে তারা জরিমানার টাকা দিয়ে মুক্ত হয়ে বাড়ি যায়। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার এসআই আসাদ, এএসআই ইমামসহ সঙ্গীয় ফোর্স।