শ্রেণিকক্ষে সহপাঠীর ব্যাটের আঘাতে সহপাঠী রক্তাক্ত জখম

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ শহীদ সোহরওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের শ্রেণিকক্ষে সহপাঠীকে ব্যাট দিয়ে মেরে গুরুতর জখম করেছে সহপাঠী। ঘটনাটি ঘটে গতকাল শনিবার সকাল সোয়া ৯টার দিকে নবম শ্রেণির শ্রেণিকক্ষে দ্বিতীয় পিরিয়ড়ে। ক্লাস নিতে শিক্ষকের বিলম্বে শ্রেণিকক্ষে হট্টগোলের মাঝে পূর্ব পরিকল্পিতভাবে সাজু ইসলামকে ব্যাট দিয়ে মাথায় মেরে রক্তাক্ত জখম করা হয়।

সাজু ইসলাম শঙ্করচন্দ্র ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের ফরহাদ মিয়ার ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজু ইসলাম বলে, একই শ্রেণিতে পড়ে মারুফ সিদ্দিক। মাঝে মাঝে বিদ্যালয়ে এসেই গুন্ডামি করে। আমরা নিয়মিত ছাত্র। আমার সফলতা সহ্য করতে না পেরে পরিকল্পিতভাবে মারুফ সিদ্দিক ব্যাট দিয়ে মাথায় একের পর এক আঘাত করে। ওই মরুফ এর আগেও স্কুলে চাকু এনে মাস্তানি করে। মারুফের বাড়িও ফুলবাড়ি। পক্ষান্তরে আহত সাজু সম্পর্কেও তার সহপাঠীদের অনেকে একবাক্যে ভালো বলে মন্তব্য করেনি।