স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের একজন মেম্বার পদপ্রার্থীর দু কর্মীকে মারপিট করা হয়েছে। গতপরশু শুক্রবার রাত ১১টার দিকে রোয়াকুলি বাজারে মারপিট করা হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন মারপিট করেছে বলে অভিযোগ। আহত দুজনের মধ্যে রোয়াকুলির জহুরুল ইষলামকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তথা হারদী স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। অপর আহত আজিবরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জহুরুল ইসলাম রোয়াকুল বদরগঞ্জের আফিল উদ্দীনের ছেলে। আহতরা ঘটনার বর্ণনা দিতে গিয়ে অভিযোযগ তুলে বলেন, আমরা মেম্বার প্রার্থী মতিয়ার রহমানের কর্মী সমর্থক। গত শুক্রবার রাত ১১টার দিকে আমরা রোয়াকুলি বাজারের দিকে গেলে অপর মেম্বার প্রার্থী হায়াতের লোকজনের মধ্যে রেফাউল, কবির ডাক্তার, মোস্তাকসহ কয়েকজন আমাদের ওপর চড়াও হয়। চোখে টর্চলাইট মেরে হাতুড়ি দিয়ে আঘাত করে।
অভিযোগের বিষয়ে রেফাউলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলছেন, আমরা ওদের মারতে যাবো কেন? অন্ধকারে কে বা কারা মেরেছে আমরা বলতে পারবো না। আমি ওই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নই।