স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের আয়োজনে অষ্টম জাতীয় পে-স্কেল প্রাপ্তিতে আনন্দ শুভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা সদরে এ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় চুয়াডাঙ্গা একাডেমি মোড়ের জেলা কার্যালয় থেকে শিক্ষক-কর্মচারী সমন্বয়ে গঠিত আনন্দ শোভাযাত্রাটি চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বর মোড় ঘুরে পুনরায় কার্যালয়ে ফিরে আসে। সেখানে সংক্ষিপ্ত আলোচনায় ফ্রন্ট নেতৃবৃন্দ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অষ্টম জাতীয় পে-স্কেলের অর্ন্তভুক্ত করায় বর্তমান সরকাররের প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান। একই সাথে ঘোষিত নববর্ষ ভাতা ও ননএমপিও শিক্ষকদের এমপিওভুক্তকরণেরও জোর দাবি তোলা হয়। যা কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করা হয়। এছাড়া আলোচনাসভায় আগামী ২০ এপ্রিল বুধবার শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে জেলা সদরে এবং উপজেলাগুলোতে ৩০ এপ্রিল মানববন্ধন কর্মসূচি পালন করা হবে শিক্ষক নেতৃবৃন্দ জানান। আনন্দ শোভাযাত্রা ও আলোচনাসভায় নেতৃত্ব দেন জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের সমন্বয়কারী প্রফেসর লুৎফর রহমান, জেলা কমিটির সভাপতি গিয়াস উদ্দীন, সাধারণ সম্পাদক একেএম আলী আখতার, সুকেশ কুমার বিশ্বাস, সেলিনা খাতুন প্রমুখ।