গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা স্কুলমাঠে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ নৌকা মার্কার সমর্থিতদের নিয়ে এক কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম নেতা বীর মুক্তিযোদ্ধা ছানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তহিদুল ইসলাম ফকা। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক জেলা ছাত্রলীগের অন্যতম নেতা দেলোয়ার হোসেন দিপু। তিনি প্রার্থী হলেও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থেকে কর্মীসভায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক শফি উদ্দিন টিটু। বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের অন্যতম নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল, সাবেক সদস্য খালিদ মাহামুদ, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ।
এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল হক, ইউনিয়ন যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক ঝন্টু, যুবলীগ নেতা পাইলট, ইউনিয়ন যুবলীগের ক্রিড়া বিষয়ক সম্পাদক কাউছার। অনুষ্ঠানটি পরিচালনা করেন চিৎলা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মাহাবুবুল হক টিটু। -বিজ্ঞপ্তি।