শেখ হাসিনার উন্নয়ন দেখে ভিন্ন দলের লোক আওয়ামী লীগে যোগদান করছে : মাহবুব উল আলম হানিফ

 

হালসা প্রতিনিধি: কুষ্টিয়া মিরপুর উপজেলার হালসা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ মিরপুর উপজেলা শাখার আয়োজনে ঐতিহাসিক জনসভা ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল হালিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

জনসভা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে সদরপুর ইউপি বিএনপির সাধারণ সম্পাদক রমজান আলী সাহেব বিএনপি থেকে, সদরপুর ইউপি জাসদের সাধারণ সম্পাদক কেদের আব্দুল হান্নান, থানা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক বদু, ধুবাইল ইউপি বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তল, মিরপুর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ডা. লুৎফর রহমান (সাবু), কুর্শা ইউপি বিএনপির সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হামিদ আলী, আমবাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা তোফাজ্জেল হোসেন ভুট্টো, থানা যুবদলের সদস্য মকবুল হোসেন প্রমুখ বাংলাদেশ আওয়ামী লীগের যোগদান করেন। জনসভা ও যোগদান অনুষ্ঠানে সবচেয়ে বেশি জনবল নিয়ে আসেন জাসদ নেতা হামিদুল ইসলাম, আমবাড়িয়া ইউপি জাসদ নেতা ও সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, জাসদ নেতা তরুন ব্যবসায়ী হারুন অর রশিদ জাসদ ত্যাগ করে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। কুর্শা ইউপির সাবেক চেয়ারম্যান শামছুল আলম, বিএনপি নেতা সাইন মণ্ডল আওয়ামী লীগে যোগদান করেন।

প্রধান অতিথি মাহবুব উল আলম হানিফ বলেন- বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড দেখে জাসদ বিএনপি থেকে কয়েক হাজার নেতা-কর্মী বাংলাদেশ আওয়ামী লীগের যোগদান করার জন্য আজকের এই হালসা কলেজ মাঠে, দেখে আমি অভিভূত হয়েছি। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া হরতাল দিয়ে মানুষ হত্যা করেছে যা একজন রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে আশা করে না, রাজনীতির মূল উদ্দেশ্য হলো জাতির কল্যাণ সাধন করা।

বিশেষ অতিথির বক্তবে খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান বলেন, জাসদ একটি বিশৃঙ্খলা সৃষ্টিকারী দল, কুষ্টিয়াতে কোনো অশান্তি সৃষ্টি করলে ছাড় দেয়া হবে না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। এছাড়াও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা যুব লীগের আহ্বায়ক রবিউল ইসলাম, মিরপুর পৌর মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি হাজি এনামূল হক প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আব্দুল বারী টুটুল। কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ছাতিয়ান ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান সাহেদ বিশ্বাস, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সফর উদ্দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুরঞ্জন কুমার, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহমেদ, হালসা আদর্শ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জহুরুল ইসলাম, হালসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ ছালাম, ভেদামারী পাঁচবাড়িয়া আলিম মাদরাসার অধ্যক্ষ হাজি মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মহাম্মদ আলী এবং গীতা পাঠ করেন দেবাশীষ।