মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের নতুনপাড়া স্কুলমোড়ে অবস্থিত রুবেল গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ২টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মেহেরপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দোকানের তালা ভেঙে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রনে করা সম্ভব হয়েছে। তালা ভাঙ্গার আগেই দোকানের প্রায় অর্ধেক মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিলো বলে ধারনা করা হচ্ছে। এদিকে দোকান মালিক শহরের দীঘিরপাড়ার মিঠুন জানান, তার দোকানে প্রায় ২৪ লক্ষাধিক টাকার মালামাল ছিলো এবং তিনি ঘটনার প্রায় এক ঘন্টা আগে দোকান বন্ধ করে নামাজের জন্য বাড়িতে যান। এতে আমার প্রায় ১৫ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়।