মেহেরপুরের সাংবাদিক কে.কে হাসানের মায়ের ইন্তেকাল

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের খন্দকারপাড়ার মরহুম খন্দকার আব্দুস সালাম মাস্টারের স্ত্রী ও সাংবাদিক খন্দকার কামরুল হাসানের মা হুসনে আরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি ৫ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্য জনীত রোগে ভুগছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পাড়াবস্থায় ইন্তেকাল করেন।

গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে খন্দকারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা শেষে খন্দকারপাড়া গ্রাম্য কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আবু বক্কার, জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. কাজী শহিদুল হক, সাবেক পিপি খন্দকার একরামুল হক হীরা, অ্যাড. খন্দকার আব্দুল মতিনসহ বিপুল পরিমাণ মুসল্লী।