মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে বিভাগীয় কমিশনারের সাথে মেহেরপুরের স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় মুজিবনগর পর্যাটন মটেলে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক পরিমল সিংহএর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হামিদুল আলম, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজন আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান, (রাজস্ব) মেয়ায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ময়নুল হাসান প্রমুখ। মতবিনিময়সভায় স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।