দর্শনা রেল বাজারের কাপড়ব্যবসায়ী আমিন মোল্লা আর নেই

 

দর্শনা অফিস: দর্শনা রেল বাজারের মোল্লা গার্মেন্টেসের সত্বাধিকারী আমিন মোল্লা আর নেই। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে হৃদযন্ত্র ক্রিড়া বন্ধ হয়ে  আমিন মোল্লা (৯৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, ৭ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দর্শনা রেল বাজার দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন, সহসভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, যুগ্মসম্পাদক আবুল বাসার, কোষাধ্যক্ষ মোখলেসুর রহমান, দফতর সম্পাদক মিজানুর রহমানসহ বাজারের ব্যবসায়ীরা। আজ শনিবার সকাল ৯ টায় কেরুজ বাজার মাঠে জানাযা শেষে আজমপুর গোরস্থানে দাফন সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানিয়েছে।