ঝিনাইদহের কালীগঞ্জে বোনকে ইভটজিং করার প্রতিবাদ করায় ভাইকে মারপিট করেছে ৫ বখাটে

 

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বোনকে ইভটিজিং করার প্রতিবাদ করায় ভাইকে ধরে মারপিট করেছে ৫ বখাটে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে উপজেলার ভাতঘরা গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভাতঘরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ভাতঘরা গ্রামের আলতাফ হোসেনের মেয়েকে একই এলাকার মুরাদ আলীর ছেলে রোকন, মতি গাজীর ছেলে আরিফুল, তৈয়ব আলী ছেলে আব্দুল করীম, সাহেব আলী ছেলে রকি ও হযরত আলীর ছেলে সবুজ আহম্মেদ স্কুলে যাওয়া-আসার পথে ওই মেয়েকে প্রায়ই উত্যক্ত করতো। এ ঘটনাটি এলাকার মাতব্বরদের জানানো হলে সামাজিকভাবে তাদের বিচার করা হয়। ওই বিচারে তারা আর এ ধরনের কাজ করবে না বলে মুচলিকা দেয়। এরপরও তাদের উত্যক্ত অব্যাহত থাকলে মেয়ের ভাই শিমুল (২৩) প্রতিবাদ জানাই। কালীগঞ্জ থেকে বাড়ির ফেরার পথে ভাতঘরা মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে পৌঁছুলে পূর্ব থেকে ওত পেতে থাকা ওই ৫ বখাটে শিমুলকে ক্রিকেট স্ট্যাম্প ও রড দিয়ে ব্যাপকভাবে মারপিট করে। তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।